মোহাম্মদ আনোয়ার হোসেন
৩১মার্চ বৃহস্পতিবার দুপর ৩ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল লালমাইয়ের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী-২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।
প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বি.কম। গেষ্ট অব অনার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার মো.জোনায়েদ কবির খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রহিম , উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান,ভিএফএ মাহমুদুল হাসান লালমাই প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান কাশেম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম রাব্বি। কুমিল্লা জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল আজিজ, লালমাই উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ জয়নাল আবেদীন।
এ সময় অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা এলইউ ডাঃ দোলন দাস।
এ সময় বিভিন্ন খামারিদের প্রদর্শনীর উপর পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।
Leave a Reply