লালমাইয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত -দৈনিক লালমাই
গতকাল ৩০ শে জুন লালমাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জামুয়া ফুটবল একাডেমি বনাম লালমাই এফ সি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন। ১-০ গোলে লালমাই এফ সি জয় লাভ করে।