লালমাইয়ে “প্রোগ্রামিং ও রোবটিক্স” বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
(মোহাম্মদ আনোয়ার হোসেন)
৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর অডিটোরিয়ামে প্রোগ্রামিং ও রোবটিক্স ক্লাবের আয়োজনে উপজেলা প্রশাসন লালমাই এর সহযোগিতায় “প্রোগ্রামিং ও রোবটিক্স”বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাছরীন আক্তার,উপজেলা আইসিটি অফিসার সালমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার,
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম,লালমাই প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহববুর রহমান কাশেম,সাধারন সম্পাদক মোঃজয়নাল আবেদীন জয়,হরিশ্চর স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃইলিয়ছ কাঞ্চন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যেযে টিভির লালমাই প্রতিনিধি মোঃজাহাঙ্গীর আলম,দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম এর লালমাই প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন,নির্বাহী সদস্য মোঃ মহিন,মোঃনাজমূল হাসান।
এসময় ছাত্র_ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন,উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক তথ্যপ্রযুক্তি ও রোবটিক্স শিক্ষার বিকল্প নাই।লাইব্রেরি,ল্যাব ও কম্পিউটার ল্যাব এর উপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন “বই পড়লে আলোকিত হই না পড়লে অন্ধকারে রই”এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহবান জানান।
Leave a Reply