লালমাইয়ে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও ফ্রীল্যান্সার কমিউনিটির কেক কেটে উদযাপন
লালমাই প্রতিনিধিঃ
৩রা নভেম্বর বৃহস্পতিবার কুমিল্লা জেলার লালমাই উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মাসব্যাপী ফ্রীল্যান্সিং কোর্স সফলভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাছরীন আক্তার।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বায়নের যুগে আউটসোর্সিং ইনকামে যুবক-যুবতিদের ফ্রীল্যান্সিং কোর্স চালু করা হয়েছে।
জাপান উন্নয়ন সংস্থা (জাইকা) অর্থায়নে যুগোপযোগী গ্রাফিক ডিজাইন সহ সকল অনলাইনের উপর বাংলাদেশে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের
কার্যক্রম শুরু হয়। লালমাই উপজেলায় প্রথম ব্যাচ হিসেবে ২০ জনকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন।উপজেলা যুব উন্নয়ন অফিসের সার্বিক তত্ত্বাবধানে ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ২০ জনকে নিয়ে প্রথম পর্যায়ের কোর্স শুরু করা হয়েছে।
টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ফ্রীল্যান্সিং কোর্সের আওতায় গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং,লগো ডিজাইন,পোষ্টার ডিজাইন,ভিজিটিং কার্ড ডিজাইন,হ্যান্ডবিল,ফেষ্টুন ডিজাইন সহ বিভিন্ন বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় স্বাধীন পেশা ফ্রীল্যান্সিং। চাহিদা অনুযায়ী ফ্রীলয়ান্সিং কার্যক্রম প্রতিষ্ঠিত করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম,উপজেলা গভার্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মোঃ এমরান হোসেন,ফ্রীল্যান্সিং কোর্সের প্রশিক্ষক সাধন গোস্বামী।
সনদ বিতরণ শেষে উপজেলা ফ্রীল্যান্সার কমিউনিটি সংগঠনের উদ্যোগে কেক কেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ডাঃ মোঃ জয়নাল আবেদীন জয়, সভাপতি মোঃ নেছার আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ, সহ-সভাপতি মোঃ রাকিব হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক সিন্থিয়া বৃষ্টি সহ সংগঠনের সকল সদস্য গন।
Leave a Reply