লালমাইয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
“সংগ্রাম-স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ আগষ্ট ২০২৩ইং মঙ্গলবার সকাল ১১ টায় লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পূর্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।
আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা কমিশনার (ভূমি) মোসাঃ নাছরিন আকতার,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আকতার,কুমিল্লা সদর দঃ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল নোমান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোহাইমিনুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার,উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান,প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরবর্তীতে উপজেলায় বসবাসরত ৬জন দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply