লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
(মোঃ জয়নাল আবেদীন জয়)
১১ই এপ্রিল সোমবার বিকাল ৫ টায় লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ গ্লোবাল টাওয়ারের ববি রেষ্টুরেন্টে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) লালমাই উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন লালমাই উপজেলার শাখার সভাপতি ও বাগমারা ২০ শয্যা হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এম রবিউল আলম।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবুল বাশার, সহ-সভাপতি ডাঃ মোঃ ফয়েজ উল্লাহ,
সহ-সভাপতি ডাঃ সৈয়দ সারোয়ার জাহান মাসুদ,সাংগঠনিক সম্পাদক ডাঃ সঞ্জয় চন্দ্র পাল,অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ শাহাদাত হোসেন শাকিল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন লালমাই উপজেলা শাখার সকল সম্মানিত চিকিৎসা গন।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডাঃ এম রবিউল আলম বলেন,বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন লালমাই উপজেলায় সকল চিকিৎসকদের তৃণমূলের গরীব অসহায় রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদানের আহবান জানান। লালমাই উপজেলার সকল চিকিৎসকদের করোণা কালীন সময়ে যথাযথ চিকিৎসা প্রদান করায় কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহ তায়ালা নিকট দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ নুরুল ইসলাম।