লালমাইয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
৩ এপ্রিল সোমবার বিকাল ৪ঘটিকায় বাগমারা বাজারস্থ বীরমুক্তিযোদ্ধা আমিন টাওয়ারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কার্যালয়ে "লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মজুমদার,সাবেক লাকসাম থানার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফুর রহমান,বীরমুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ মজুমদার,বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া,বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবদুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আলহাজ্ব শহীদ আহমেদ বাবুল,সাধারন সম্পাদক মোঃ জাবেদুর রহমান রুবেল।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ,কুমিল্লা সদর দঃ ও লালমাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব,লালমাই উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, লালমাই উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা,লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।