লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়নে “ইউনিয়ন সামাজিক সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ইউনিয়ন এর ইমাম,শিক্ষক,রাজনীতিবিদ,হিন্দু,বৌদ্ধ ধর্ম ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে ৫ অক্টোবর ২০২৩ ইং বৃহস্পতিবার সকাল ১১টায় বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে “ইউনিয়ন সামাজিক সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
ইউনিয়ন সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে সাংবাদিক প্রদীপ মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার।
এছাড়াও আরো উপস্থিত থেকে সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন,সুশীলসমাজের প্রতিনিধি মাষ্টার আজিজুল হক মোল্লা, মোঃ এমদাদুল হক,শিক্ষক প্রতিনিধি বাবু বিকাশ সিনহা,মেম্বার প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন,যুবলীগের সভাপতি মোঃ আবদুল ওহাব সেলিম, ছাত্রলীগের সভাপতি মোঃ মাইনুল হোসন ও মহিলা মেম্বার বিপ্লবী বড়ুয়া।
Leave a Reply