মোহাম্মদ আনোয়ার হোসেনঃ
১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় লালমাই উপজেলা বাগমারা বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ে বাকই উত্তর ইউনিয়নের আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির আহবায়ক হাজী কামরুল হাসান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম, মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু কল্যাণ মিত্র সিংহ রতন, ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ, আমির হোসেন, আবদুল মালেক মজুমদার,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, যুগ্ম আহবায়ক ও সেচ্ছাসেবকলীগের নেতা আক্তার হোসেন পারভেজ,যুগ্ম আহবায়ক সামছুর রহমান শিমুল,উপজেলা যুবলীগের সদস্য কাউসার মোর্শেদ মজুমদার,যুবলীগ নেতা আমান উল্লাহ আমান,বাকই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রদীপ মজুমদার, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম।
বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি আবদুল ওহাব সেলিম,সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ নয়ন,সহ-সভাপতি মোঃ আবু হানিফ, সহ-সভাপতি শাহজালাল সোহাগ,সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম,সহ সাধারণ সম্পাদক নাজমুল হক রিয়াদ,সহ সাধারণ সম্পাদক পলাশ সিংহ রায়,সাংগঠনিক সম্পাদক জাবের হোসেন জাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান হোসেন, ক্র্যীড়া সম্পাদক আবদুর রহমান।
পরবর্তীতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সমম্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।