আজকের তারিখ : জানুয়ারী ৫, ২০২৫, ১১:১৩ এ.এম || প্রকাশকাল : মে ১৫, ২০২২, ৬:৩২ এ.এম
লালমাইয়ে বাগমারা আল্ মোকাররম দারুল উলম মাদ্রাসার ছবক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত-দৈনিক লালমাই
লালমাইয়ে বাগমারা আল্ মোকাররম দারুল উলম মাদ্রাসার ছবক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
"বিশ্বজয় যাদের স্বপ্ন,আমরা আছি তাদের জন্য "এ স্লোগান কে সামনে রেখে ১৫ মে রবিবার সকাল ১০ঘটিকায় লালমাই উপজেলার প্রানকেন্দ্র বাগমারায় ঐতিহ্যবাহী বাগমারা আল-মোকাররম দারুল উলুম মাদ্রাসার "মাদ্রাসা মিলনায়তনে" ছবক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছবক উদ্বোধন অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি মোঃনুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃকামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃনুরুল ইসলাম (শুয়া মিয়া),মোঃ মোস্তফা কামাল মজুমদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃসামছল হক,আলী আজগর,মোঃশাহ আলম মির্জা সহ অত্র মাদ্রাসার শিক্ষক,
ছবক উদ্বোধন অনুষ্ঠানে ছবক প্রদান করেন দারুল উলূম মাদ্রাসা বরুড়ার মোহাদ্দিস মাওলানা আবু তামিম ইলিয়াস দাঃবাঃ
উক্ত অনুষ্ঠান সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা মাজহারুল ইসলাম।
Copyright © 2025 দৈনিক লালমাই. All rights reserved.