লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নের খিলপাড়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার" এ স্লোগানকে সামনে রেখে মাদক,জুয়াখেলা,ইভটিজিং,বাল্যবিবাহ,যৌতুক,কিশোর গ্যাং ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশ বাগমারা দঃ ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২৯ আগস্ট ২০২৩ইং মঙ্গলবার রাত ৯টায় বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে অত্র ইউনিয়নের ৮নং ওয়ার্ড খিলপাড়ায় অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবসমাজের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার।
বিট পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার সাব ইন্সপেক্টর (এস আই) মোঃ হারুনুর রশিদ,খিলপাড়া গ্রামের সর্দার হাজী ইউনুস মিয়া,মোঃ রুস্তম আলী,খিলপাড়া মসজিদের ইমাম নাজমুল হাসান,হলদিয়া মাদ্রাসার ধর্ম শিক্ষক মাওলানা আলমগীর হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন খিলপাড়া গ্রামের যুবসমাজ,বয়োবৃদ্ধ ও মাণ্যগন্য ব্যাক্তি বর্গ।
বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগমারা দঃ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ আবদুল্লাহ আল মামুন মজুমদার।