লালমাইয়ে বাগমারা বাজারে তালুকদার ট্রাভেলস'র শুভ উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা বাজারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 'তালুকদার ট্রাভেলস' এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি শুক্রবার ৫টায় উপজেলার বাগমারা বাজারস্থ তালুকদার টাওয়ারে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে ট্রাভেলসটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আতিকুর রহমান তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী কামরুল হাসান ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবদুল হান্নান মিয়াজি, মজিবুর রহমান পলাশ তালুকদার, মহিউদ্দিন, মাসুক তালুকদার, জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম অপু, রুবেল হোসেন, সোহাগ সহ বাগমারা বাজার ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাফেজ ফারুক হোসেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার আতিক তালুকদার বলেন, এখন থেকে প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা আমাদের তালুকদার ট্রাভেলস অফিস থেকে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সরাসরি সেবা প্রাপ্তির পাশাপাশি সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা আমাদের এজেন্টের মাধ্যমে সেবা পাবেন। টেলিফোনে এবং অনলাইনেও সেবা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ দিনের যেকোন সময় গ্রাহকেরা এয়ার লাইন্স টিকেট কিনতে পারবেন, বুকিং করতে পারবেন এবং অন্যান্য সেবা নিতে পারবেন।