লালমাইয়ে বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলার ৭নং বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ র্যালীতে গত ২৬ আগস্ট ২০২৩ ইং শনিবার বিএনপি-জামাত শিবিরের সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে ২৮ আগস্ট সোমবার বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে গৈয়ারভাঙ্গা লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বিকাল ৪টায় বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল খায়ের মজুমদার এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক এমরান মামুন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আবদুল মতিন মোল্লা,সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান ভূইঁয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ্,কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ আমির হোসেন মেম্বার।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য বঙ্গভাষী আবাদ,সদস্য মোঃ লোকমান হোসেন,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আবদুল মালেক,ভূলইন দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,বেলঘর দঃ ইউনিয়ন এর চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন ভূইঁয়া,বাকই উত্তর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,ভূলইন উত্তর আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুর রহিম,বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সামছুল হক মুন্সি,ভূলইন দঃ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন,বেলঘর দঃ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল মন্নান মনু ও সাধারণ সম্পাদক মাহববুর রহমান কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাকর্মিদের উদ্দেশ্যে সতর্ক করে আলহাজ্ব কামরুল হাসান শাহীন বলেন লালমাই উপজেলার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবেন না,অশান্ত করার চেষ্টা করলে রাজপথে তাদেরকে প্রতিহত করা হবে,গত ২৬আগস্টের আওয়ামী লীগের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply