1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
December 27, 2024, 2:17 am

লালমাইয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব ২০২৩ উদযাপন

  • Update Time : Wednesday, September 6, 2023
  • 95 Time View

লালমাইয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব ২০২৩ উদযাপন

মোহাম্মদ আনোয়ার হোসেন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,লালমাই উপজেলা শাখার আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপন উপলক্ষে ৬সেপ্টেম্বর ২০২৩ইং বুধবার পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবে বিশ্ব মানবতার জাগরনে উপজেলার প্রানকেন্দ্র বাগমারা বাজারে মঙ্গল শোভাযাত্রা র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালি উদ্বোধন করেন লালমাই উপজেলার সুযোগ‍্য ও স্মার্ট নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।র‍্যালিতে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন,মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব বাবু কল‍্যাণ মিত্র সিংহ রতন,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার,বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ,জাগো হিন্দু পরিষদ লালমাই,হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক যুব ও ছাত্র পরিষদের নেতৃবৃন্দ গন।মঙ্গল শোভাযাত্রা টি উপজেলার প্রাণ কেন্দ্র বাগমারা বাজার পদক্ষিন করেন।

ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবে বিশ্ব মানবতার জাগরনে মঙ্গল শোভাযাত্রার পূর্বেই লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ শ্রী শ্রী বিশাম্ভর গোস্বামীর আশ্রম প্রাঙ্গণে সকাল ১০.৩০টায় পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার আয়োজনে আহবায়ক বাবু চন্দন মজুমদার পুলক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অমর কৃষ্ণ বনিক মানিক।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব ২০২৩ উদযাপন অনুষ্ঠানে বাবু প্রদীপ মজুমদার এর সঞ্চালনায় মঙ্গল জন্মাষ্টমী শোভাযাত্রায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহী অনুপম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী’র একান্ত সহকারি সচিব বাবু কল‍্যাণ মিত্র সিংহ রতন,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার সভাপতি বাবু জ‍্যোতিষ সিংহ খোকন,প্রোসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্টেস লিঃ এর ম‍্যানেজিং ডাইরেক্টর বাবু আর ডি রনি (রাখাল দেবনাথ ),বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার সদস‍্য সচিব বাবু সুমন রায় চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলার বিভিন্ন গ্রামথেকে আগত সনাতন ধর্মাবলম্বী,জাগো হিন্দু পরিষদ,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ।হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গন।


ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব ২০২৩ উদযাপন অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রীমতি কৃষ্টি নাথ ভৌমিক।


প্রিন্ট

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501