(লালমাই প্রতিনিধি)
২শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এঁর সভাপতিত্বে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল মালেক, লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ রওনক জাহান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া,সহ-সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন,উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আরিফ হাসনাত, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসার উজ্জ্বল চৌধুরী,উপজেলা প্রকল্প অফিসার মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম ,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি - ২,বাগমারা শাখার সহকারী ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন , উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাহিদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, উপজেলা মৎস অফিসার মহি উদ্দিন,পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার মোতালেব হোসেন ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দিক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ,উপজেলা গণস্বাস্থ্য অফিসার মোঃ সাইফুল ইসলাম,বন কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোসাৎ নাছরিন আক্তার ,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মোঃ মাহবুবুর রহমান ,উপজেলা ডেভেলপমেন্ট প্রেসেলিটিস কর্মকর্তা মোঃ এমরান হোসেন ,লালমাই প্রেস ক্লাবের সভাপতি বিডি ন্যাশনাল টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম, সাধারণ সম্পাদক,যেযে টিভি জেলা প্রতিনিধি,দৈনিক রুপসী বাংলার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,বিভিন্ন ব্যাংক,বিমা,এনজিও প্রধানগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সিএ মোঃ সাইফুল ইসলাম সহ কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।