লালমাইয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব ১৩২ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ"
মোহাম্মদ আনোয়ার হোসেন
৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০:৩০টায় উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অডিটোরিয়ামে মাধ্যমিক ও সমমানের বিদ্যালয় (সরকারি ও এমপিওভুক্ত) ৯ম ও ১০ম শ্রেণীর অধ্যায়নরত লালমাই উপজেলাধীন ২২টি বিদ্যালয়ের ১৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান ব্যুরো এর আয়োজনে "জনশুমারি ও গৃহগণনা ২০২১" প্রকল্পের ট্যাবসমূহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়।
উক্ত ট্যাব বিতরণ অনুষ্ঠানে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক বিকম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাঃ হ্যাপি আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ রোকসানা আকতার,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল আহসান,বেলঘর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন ভূইঁয়া, উপজেলা পরিসংখ্যান ব্যুরো এস আই মোঃ সাইফুর রহমান,জে এস এ মোঃ বাহার হোসেন,বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মোঃ ফারুক হোসেন।
উক্ত ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম বলেন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারকৃত ট্যাব ব্যবহার করে ছাত্রছাত্রী বৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।