লালমাইয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে মাষ্টার আবদুল ওহাব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব স্থাপন
লালমাই প্রতিনিধিঃ
পাঠাগারে বই পড়ি, আলোকিত জীবন গড়ি" এ স্লোগান নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে লালমাই উপজেলায় একশতটি গনপাঠাগার ও বিজ্ঞান ক্লাব স্থাপন কল্পে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারী চোঁ পূর্ব পাড়ায় বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার আবদুল ওহাব সাহেবের সম্মানার্থে " মাষ্টার আবদুল ওহাব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব" জাতীয় গ্রন্থাগার ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর রেজিষ্ট্রেশন পেয়েছেন।
৯ ই জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় কুমিল্লা পৌর পার্কে অবস্থিত কেন্দ্রীয় সাংগঠনিক অফিসে মাষ্টার আবদুল ওহাব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব এর যাবতীয় তথ্যাদিসহ হস্তান্তর করেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ ইমাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মাষ্টার আবদুল ওহাব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব এর উদ্যোক্তা ও আ হ ম মূস্তফা কামাল এফসিএ লোটাস কামাল পাঠাগার এর সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন, মাষ্টার আবদুল ওহাব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাব এর সভাপতি মোঃ শরীফ বিন ওহাব প্রমুখ।