লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ খ্রি: বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান লালমাই উপজেলার নির্বাহী অফিসার মৌমিতা দাশ, লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন জয়,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মহিবুস সালাম খান ,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: ফাহমিদা আফরোজ,উপজেলা কৃষি অফিসার অলি হালদার সহ উপজেলার সকল কর্মকর্তাগণ, লালমাই থানার পুলিশের কর্মকর্তাগণ,উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তাগণ।
উপজেলা পরিষদের মিলনায়তনে বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৪ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কমিশনার কাজী আক্তার হোসেন, কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ বাগমারা শাখার ডিজিএম মো: হানিফ,উপজেলা প্রকল্প অফিসার মো: জাকির হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুর রহমান, উপজেলা তথ্য আপা অফিসার রাবেয়া পারভীন,উপজেলা পল্লী উন্নয়ন সহকারী অফিসার আবুল কালাম আজাদ,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল,লালমাই থিয়েটারের সভাপতি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাহাব উদ্দিন মিয়াজী,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিভিন্ন স্কুল কলেজ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply