লালমাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
“প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ স্লোগান নিয়ে ১১ই জুন রবিবার দুপুর ২ টায় লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (RDF)এর নিজস্ব কার্যালয়ে দারিদ্র বিমোচন, ব্যাপক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ নির্ভর সমন্বিত গরু-ছাগল – হাঁস -মুরগী খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ বিষয়ের উপর সাত (৭) দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার।
বেকার যুবক-যুবতিদের আত্মাকর্মসংস্থানের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (RDF) এর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী , বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষাবিদ এ.কে.এম আমিনুল ইসলাম সিএ।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মো: হুমায়ুন কবির, মো: জাহাঙ্গীর মোড়ল।
এসময় উপস্থিত রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (RDF) এর সদস্য মোঃ নুরুল ইসলাম, সদস্য মোঃ জাকির হোসেন, লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (RDF)এর শিক্ষিকা সুজাতা রানী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ হিসেবে খাতা, কলম সহ প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply