লালমাইয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
মোহাম্মদ আনোয়ার হোসেন
দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমাইয়ের আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ১৭ আগস্ট ২০২৩ ইং বৃহস্পতিবার হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ডা.মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হরিশ্চর স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন,লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো.ফোরকান এলাহি অনুপম,মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব বাবু কল্যণ মিত্র সিংহ রতন,হরিশ্চর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ কাঞ্চন।
পরবর্তীতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।