লালমাইয়ে শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
মোস্তফা কামাল মজুমদার
১৮ অক্টোবর ২০২৩ বুধবার বেলা ১ টায় লালমাই উপজেলায় দক্ষিণ কুমিল্লার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমেদ।
টিফিনের সময় অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নূর মোহাম্মদ জনির সঞ্চালনায় মোঃ রাফসান আরাফাত এর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যামে অনুষ্ঠান শুরু করে। তারপর যথাক্রমে গীতাপাঠ করেন নিশান আর্চায্য, ত্রিপিটক পঠ করেন অপূর্ব বরুয়া।
শ্রেণি শিক্ষক জনাব মোঃ সামছুল হক স্যারের সভাপতিত্বে সততা স্টোরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মি. লিটন চন্দ্র রায়, ম্যানেজিং কমিটির সদস্য আইয়ুব আলী, উত্তর দৌলত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও লালমাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।
বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ক শাখার ছাত্র মোঃ মাহির রিজওয়ান মজুমদার হামদ-নাত পরিবেশন করেন, ছাত্রদের পক্ষে বক্তব্য প্রদান করেন মোঃ আব্দুর রহমান আলিফ।
প্রধান অতিথি সততা স্টোর শুভ উদ্ভোধন ঘোষণা করে উনার বক্তব্যে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন তোমরা প্রত্যকে সততা ও নিষ্ঠার সহিত জিবন -যাপন করবে সর্বদা সত্য ও ন্যায়-নীতির পথে চলবে, সত্য ন্যায়-নীতির কথা বলেবে তাহলেই তোমাদের জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ।
সততা স্টোর শুভ উদ্বোধনের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করেছেন যথাক্রমেঃ ১.মোঃ মাহির রিজওয়ান মজুমদার ২.নূর মোহাম্মদ জনি ৩.আব্দুর রহমান আলিফ ৪.ইফতেখার মাহমুদ ৫.তামিম ইকবাল ৬.রাফসান আরাফাত ৭.অপূর্ব বড়ুয়া সহ ক্লাসের সকল ছাত্র বৃন্দ।