লালমাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনাতনে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে সকাল ১০,৩০টায় উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন হাড়াতলীতে অবস্থিত হাড়াতলী শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন করা হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন।এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাছরিন আকতার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসাঃ মাহমুদা আকতার।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল নোমান,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা প্রকল্প উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আবু বকর সিদ্দিক,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খাঁন,উপজেলা সমাজসেবা অফিসার মোসাঃ হ্যাপি আকতার সহ উপজেলার বিভিন্ন অফিসের দপ্তর প্রধান ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।