লালমাইয়ে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন
মোহাম্মদ আনোয়ার হোসেন
"শেখ রাসেল দীপ্তিময় নির্ভাক নির্মল দুর্জয়"এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১৮ অক্টোবর ২০২৩ইং বুধবার শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাছরীন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা সহকারী কমিশনার ভূমি নাছরিন আকতার এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,চেয়ারম্যান,স্কুল কলেজের শিক্ষক,ছাত্রছাত্রী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভার পরে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রেজেন্টেশন প্রস্তুত,কুইজ প্রতিযোগিতা, শ্রেষ্ঠ ক্যাব,উপস্থিত বক্তৃতা,কবিতা,চিত্রাঙ্কন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।