লালমাইয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান মিয়াজী
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লালমাই উপজেলায় বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পুরস্কৃত হয়েছেন মো: আবদুল মান্নান মিয়াজী। তিনি হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনাসভা, সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষণা করা হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমিতা দাশ , মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহসান, হরিশ্চর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন শিক্ষা প্রধান ও শিক্ষার্থীগণ প্রমুখ।
উল্লেখ: মো: আবদুল মান্নান মিয়াজী ২০১৭ সালে তৎকালীন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একই সাথে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার প্রাপ্ত হন।