লালমাইয়ে সরদার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
"আত্ম বিশ্বাসে সুশিক্ষার বিকল্প নাই" এ স্লোগান নিয়ে
১৩ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সরদার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
"মেধাবী খুঁজি না,মেধাবী তৈরি করি" এ প্রতিপাদ্য নিয়ে
বিদ্যালয়ের প্রাঙ্গণে দোয়া, মিলাদ ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দাতা সদস্য সরদার মো: জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সামছুল হক মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,বিদ্যালয়ের বিদ্যাৎসাহী সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মো: নাছির উদ্দিন মির্জা,সরদার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো: মনিরুজ্জামান,
বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বাগমারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: আইয়ুব আলী,আওয়ামীলীগ নেতা আবুল বাশার,মো: নূরুল আমিন মেম্বার,সাবেক শিক্ষক মো: সফিকুর রহমান,ম্যানেজিং কমিটির সদস্য মো: আবুল কাশেম মেম্বার, মো: আক্তার হোসেন, জাফর মজুমদার, মোসা: মিনোয়ারা মেম্বার ,উপজেলা যুবল নেতা মো: আউয়াল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের মো: নোমান হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: বিল্লাল হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা সাংবাদিক মো: জয়নাল আবেদীন জয়, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন,শিক্ষকদের মধ্যে মো: আমজাদ হোসেন সরদার,অর্চনা বালা দাস,মো: আবুল হাশেম,মজিবুর রহমান ভূঁইয়া,উম্মে হাবিবা,বাপন চন্দ্র সূত্রধর,জলি রানী সিংহ,মো: জামাল হোসেন প্রমুখ।
বার্ষিক ক্রীড়া দৌড়, লাফ,উচ্চ লাফ,চেয়ার খেলা,সুতা কাটা, নাচ,গান, চিত্রাঙ্কন সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়াও উপস্থিত অতিথি, শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের স্টাফদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বিদ্যালয়ের ৩০ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় বক্তব্য প্রদান ও শ্রদ্ধাঞ্জলী পাঠ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান ও দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।মোনাজাত পরিচালনা করেন বেতিয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো: মনির হোসেন।