লালমাইয়ে সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
লালমাই প্রতিনিধিঃ
১৩ই জুন সোমবার বেলা ১১টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাবর্ষ ২০২০-২০২১ এসএসসি ২০২২ এর পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে আলোচনা সভা,দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দীন মির্জা।
২০২২ সালের বিদ্যালয়ের এসএসসি ২৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৭ জন,মেয়ে ১১ জন।
আলোচনা সভা,দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আক্তার হোসেন,মোঃ জাফর মজুমদার, আবুল কাশেম মেম্বার,মোঃ শাহ জালাল,সংরক্ষিত মহিলা সদস্য মিনোয়ারা বেগম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বিল্লাহ হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ সফিকুর রহমান,আবুল হাশেম,আমজাদ হোসেন,আবদুল্লাহ আল মামুন,জামাল হোসেন,বাপন চন্দ্র সূত্রধর,মোঃ মজিবুর রহমান প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মোঃ আবদুল কাহার।