লালমাইয়ে সিধুচী গ্রামের বিএনপি ও জাতীয়পার্টির ৫০ জন নেতাকর্মী আ.লীগে যোগদান করেন
(লালমাই প্রতিনিধি)
২৬শে নভেম্বর রবিবার বিকাল ৪ টায় লালমাই উপজেলার দুতিয়াপুরস্থ মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মূস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি মহোদয়ের বাসভবনের হলরুমে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া ৩নং ওয়ার্ডের সিধুচী গ্রামের বিএনপি নেতা মাহবুব মজুমদারের নেতৃত্বে ৫০ জন বিএনপি, জাতীয়পার্টি সহ ভিন্ন দল থেকে আওয়ামী লীগের যোগদান করেন। বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আমিনুল ইসলাম সওদাগরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: লোকমান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, সহ-সভাপতি মো: ইউসুফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব,সদস্য মো: নূরুল আমিন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আনোয়ার হোসেন সোহেল,উপজেলা যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কবির হাসনাত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আবদুল খালেক প্রমুখ।
এসময় যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম সারোয়ার সাহেবের যোগদানকৃতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।