লালমাইয়ে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
"বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত,শোষক আর শোষিত,আমি শোষিতের পক্ষে,বঙ্গবন্ধু"
"শ্রমিক-মালিক ঐক্য গড়ি
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা মে সোমবার মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লালমাই উপজেলা শ্রমিক লীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালীটি লালমাই উপজেলার বাগমারা বাজার পদক্ষিন করে হাফেজ কোম্পানি মার্কেটে এসে শেষ হয়।
র্যালী শেষ হওয়ার পর হাফেজ কোম্পানি মার্কেটের সামনে লালমাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাকিম সেলিম আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমাই উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ আবদুল কাদের,উপজেলা শ্রমিক লীগ নেতা মোঃ হারুন অর রশীদ সর্দার।
উক্ত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ,সাধারন সম্পাদক হাকিম মোঃ সেলিম আহমেদ এর নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল জলিল মৃদা,সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল ইসলাম বাচ্চু,বাগমারা উত্তর ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ শামীম, সাধারণ সম্পাদক মোঃ স্বপন ড্রাইভার, বাগমারা উত্তর ইউনিয়ন এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জামাল হোসেন,শ্রমিক লীগ নেতা আবদুস সাত্তার,বাগমারা দঃইউনিয়ন এর সভাপতি মোঃ হানিফ,সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,মহিলা শ্রমিক লীগ নেত্রী পারুল মেম্বার,কোহিনুর মেম্বার,মানিক জান মেম্বার,মাহফুজা আকতার,সাহিনুর আকতার,সাজেদা সাজু,রওশন আরা,মোসাঃ তাহমিনা প্রমূখ।