মোস্তফা কামাল মজুমদার
৩০শে নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকার মাঝি হলেন ভূলইন উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম শীকারপুরীর সুযোগ্যপুত্র এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান মজিব,পেরুল দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম বেলু,বেলঘর উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আবদুল মালেক,বেলঘর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন গাজী।
মাননীয় অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি এর নির্দেশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক, অর্থমন্ত্রীর এপিএস বাবু কল্যাণ মিত্র সিংহ রতন,সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা,সাবেক ভিপি হাজী কামরুল হাসান শাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার,সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব,উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহ পরাণ সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।