লালমাইয়ে ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন এর শুভ উদ্বোধন
লালমাই প্রতিনিধিঃ
১১ই অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় লালমাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজন বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ৫-১১ বছর বয়সের শিশুদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন এর শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রওনক জাহান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিল।
সারাদেশে একসাথে ৫-১১ বছর বয়সের সকল শিশুদের করোণা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য কোভিড-১৯ এর ভ্যাকসিনের শুভ উদ্বোধন করা হয়েছে।