লালমাই উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
মোহাম্মদ আনোয়ার হোসেন
“আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার”এ শ্লোগানকে সামনে রেখে ২২ মার্চ বুধবার ১০ঃ৩০ টায় লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায় ও ৩য় পর্যায়ের অবশিষ্ট গৃহ ও জমি প্রদান সহ লালমাই উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ঘোষনাকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
২২শে মার্চ মঙ্গলবার সকাল ১০ঃ৩০ মিনিটে সারাদেশে একযোগে গনভবন প্রান্ত হতে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে দেশের ৪৮৩ টি উপজেলার ন্যায় লালমাই উপজেলার ৪৮টি “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে ।লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানগণ,উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,উপকারভোগীগন এবং সম্মানিত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে গৃহ হস্তান্তর করা হয়েছে।
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে “ক” শ্রেণির গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করে লালমাই উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করা হয়েছে।
লালমাই উপজেলায় এ পর্যায়ে ৪৮টি গৃহ হস্তান্তর করা হয়েছে এর মাধ্যমে লালমাই উপজেলার জন্য নির্ধারিত ১২৩টি ঘরের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এর ফলে লালমাই উপজেলাটি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
সারাদেশব্যাপী এপর্যায়ে ৩৯৩৬৫টি গৃহ হস্তান্তর করা হচ্ছে, ৭টি জেলা ও ১৫৯টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে ।ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ভূমিহীন ও গৃহহীন ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ নাছরিন আক্তার, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হানিফ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাদিম আহমেদ শাহ, উপজেলা এলজিইডি অফিসার ইন্জিঃ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান।
ভূমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভুইঁয়া, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ হোসেন খান, উপজেলা সমাজ সেবা অফিসার হ্যাপী আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -২ বাগমারা শাখার ডিজিএম মোঃ খোরশেদ আলম,উপজেলা কৃষি (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মোঃ আবদুল মান্নান মোল্লা, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হারুনুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা আইসিটি অফিসার ইফতেখার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মোঃ এমরান হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন।
Leave a Reply