ষ্টাফ রিপোর্টারঃ
আজ ২ জুলাই শুক্রবার ছুটির দিনে লকডাউন ও শাটডাউন এর দ্বিতীয় দিনে কুমিল্লার লালমাই উপজেলার প্রাণকেন্দ্রে বাগমারা বাজারের ভুচ্ছি-গৈয়ারভাঙা সড়কের উপর লালমাই উপজেলা প্রশাসন, লালমাই উপজেলা পরিষদ, থানা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, লালমাই প্রেস ক্লাব ও যুবলীগ নেতৃবৃন্দ সহ বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, লালমাই থানার এসআই প্রদ্যুৎ,বাগমারা দক্ষিণ ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো সহ আরও অনেকে।