মোহাম্মদ আনোয়ার হোসেন
“জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এসো বই পড়ি”
এ স্লোগান কে সামনে রেখে ২২ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাগমারা বাজারস্থ এম এম মার্কেটের নিচতলায় আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ পাঠাগার এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃজয়নাল আবেদীন জয়,মোঃমোস্তফা কামাল মজুমদার রুবেল,মোহাম্মদ আনোয়ার হোসেন,মোঃজাকির হাসান জাপর,মাষ্টার কাজী রেজাউর রহমান রাজীব,মোঃআনোয়ার হোসেন সোহেল।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত হয় শিক্ষা, সংস্কৃতির উর্বর ভূমির লালমাই উপজেলায় ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা কেন্দ্রিক একটি গনপাঠাগার আবশ্যক।এ পাঠাগার এর মাধ্যমে লালমাই অববাহিকার মাটি ও মানুষের সৃষ্টি কৃষ্টি, ঐতিহাসিক ক্ষ্যাতিমান ব্যাক্তি বর্গের অবদান তুলে ধরাই মুল লক্ষ্য।এই এলাকার মাটি ও মানুষের আত্মিক নেতা,বিশিষ্ঠ শিক্ষানুরাগী,বিশিষ্ঠ ক্রীড়ানুরাগী,বিশ্বের সেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)এফসিএ এমপি মহদ্বয়ের নামনুসারে গনপাঠাগারটির স্থাপনার লক্ষ্যে সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়।
Leave a Reply