লালমাই উপজেলা কমপ্লেক্সের মূল ভবন ঢালাই কাজের উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসন
৭ই আগস্ট ২০২৩ইং সোমবার লালমাই উপজেলা পরিষদের মূল প্রশাসনিক ভবনের ছাদের ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম।
এসময়ে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা কমিশনার (ভূমি) মোসাঃ নাছরিন আকতার,উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম,লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ হানিফ সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল নোমান,উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আবু বকর সিদ্দিক,বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রমূখ।