লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন
(সভাপতিঃআঃবারী, সম্পাদকঃআকিল,সাংগঠনিকঃইকবাল)
নিজস্ব প্রতিবেদকঃ
উপজেলার কিন্ডারগার্টেন স্কুল নিয়ে গঠিত,
লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ২০২৫-২৬ সেশনের জন্য আব্দুল বারী মজুমদার কে সভাপতি , আজগর আলী খান আকিল কে সেক্রেটারি , মোঃ ইকবাল হোসাইন কে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। এসময়ে ২০ টি স্কুলের শিক্ষক ও প্রতিদিন গন উপস্থিত ছিলেন। সভাপতি আঃ বারী মজুমদার বলেন, পরবর্তী কার্যনির্বাহী বৈঠকে পূণাঙ্গ কমিটি ঘোষণা ও কার্যবিবরণী পেশ করা হবে।
Leave a Reply