লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর শেষকর্ম দিবসে বিদায়ী সংবর্ধনা-দৈনিক লালমাই
মোহাম্মদ আনোয়ার হোসেনঃ
১৯শে মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এঁর শেষ কর্ম দিবসে বিদায়ী সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা জানান উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানগন এবং চেয়ারম্যানগনে পক্ষ থেকে সম্মান সূচক ক্রেষ্ট প্রদান করেন।
অনানুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রওনক জাহান, লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, লালমাই প্রেস ক্লাবের সভাপতি, চলন পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক রুপসী বাংলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল উপজেলা,উপজেলা খাদ্য অফিসার আবু বক্কর সিদ্দিক,উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মোঃ মনিরুল ইসলাম,জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম,বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মুজিব, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ চন্দ্র সিংহ, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাগমারা ২০ শয্যা হসপিটালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ এম রবিউল আলম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মোস্তফা কামাল মজুমদার রুবেল, প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক কুমিল্লা ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাহাবুদ্দিন মিয়াজী,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক,উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব, দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ যে,বিগত ৮মাস ২০ দিন লালমাই উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়মিত বদলী জনিত কারণে পার্বত্য চট্টগ্রাম পরবর্তী কর্মসস্থলে যোগদান করবেন।