লালমাই উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন
লালমাই প্রতিনিধিঃ
১৫ই আগষ্ট সোমবার লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও দোয়া - মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবসের পুষ্পস্তবক অর্পণ করেন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাছরীন আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব, তদন্ত অফিসার ইন্সপেক্টর শেখ মাহমুদুল হাসান রুবেল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রওনক জাহান,উপজেলা মুক্তিযোদ্ধ সংসদে ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,জাতীয় যুগ-যুগান্তর ও যেযে টিভি বিভাগীয় প্রতিনিধি,দৈনিক রুপসী বাংলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা কৃষি অফিসার মোঃ জোনায়েদ কবির খান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসার উজ্জ্বল চৌধুরী,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিল, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি - ২,বাগমারা শাখার ডিজিএম মোঃ খোরশেদ আলম,প্রকল্প অফিসার মোঃ মিজানুর রহমান , উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সাহিদুর রহমান,উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা সাদিকা সুলতানা,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার,পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার মোঃ হারুনুর রশিদ ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দিক,বন ও পরিবেশ অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন ,উপজেলা গণস্বাস্থ্য উপসহকারী অফিসার মোঃ সাইফুল ইসলাম,উপজেলা ডেভেলপমেন্ট প্রেসেলিটিস কর্মকর্তা মোঃ এমরান হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার ,জাইকা প্রতিনিধি ইমরান আহমেদ,উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সমন্নয়ক মোঃ আবদুল কাদের, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন,লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার রুবেল,দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,সাংস্কৃতিক সম্পাদক মতিউর রহমান,নির্বাহী সদস্য মোঃ সানা উল্লাহ,লালমাই থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ,চশমা বিতরণ ও যুব উন্নয়নের ঋণ বিতরণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার কাউন্সিলের সকল মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভা ও দোয়া - মাহফিল অনুষ্ঠিত হয়।