লালমাই উপজেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
(প্রধানমন্ত্রীর উপহার ১০টি পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর পূর্ব প্রেস ব্রিফিং)
লালমাই প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে আগামীকাল ২৬ শে এপ্রিল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে লালমাই উপজেলায় ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১০ টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হবে।
উক্ত অনুষ্ঠানে ভূমি ও গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে উপজেলা প্রশাসন, লালমাই উদ্যোগে এক প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক, সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাসরিন আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া, লালমাই প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, চলন পত্রিকা সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কাশেম,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক যুগযুগান্তর ও যেযে টিভি বিভাগীয় প্রতিনিধি ও দৈনিক রুপসী বাংলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়,প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার আহবায়ক, দৈনিক শিরোনাম প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি প্রদীপ মজুমদার,প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সচিব, দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,কুমিল্লার সময় সহসম্পাদক মোঃ মনির হোসেন,লালমাই প্রতিদিন ও লালমাই টিভির সাংবাদিক মোঃ জসীম উদ্দিন, দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি আলমগীর হোসেন অপু,সাংবাদিক অরুণ পাল, সাংবাদিক মোঃ রুহুল আমিন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।