লালমাই উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লালমাই উপজেলা শাখার নবগঠিত কমিটি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৩টায় লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গাস্থ রেডিসন গ্রীনভ্যালি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু এর সঞ্চালনায় যৌথ সাংগঠনিক মতবিনিময় সভায় উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক, সদস্যগন, ৯,টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল অঙ্গ সংগঠনোর সভাপতি ও সাধারণ, প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাধারণগণ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু প্রেস ব্রিফিং এ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ, জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন নিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা -১০ আসনের ধানের শীষ প্রতীক দেওয়ার ব্যাপারে মতবিনিময় সভায় যৌথভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।যা কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নিকট প্যাডে পাঠানো হবে। উপজেলার ৯ ইউনিয়ন কমিটি ও ৮১ ওয়ার্ড কমিটি অতিদ্রুত পূণাঙ্গভাবে সম্পন্ন করা হবে। কোন কমিটিতে যাতে আওয়ামী দোসরা আসতে না পারে সর্তক থাকতে হবে। বিএনপি একটি বড় দল,ত্যাগী ও পরীক্ষিত অনেকে আগের আহবায়ক কমিটিতে আসতে পারে নাই, তাদেরকে বিভিন্ন পর্যায়ের কমিটিতে মূল্যায়ন করা হবে।উপজেলার যুবদল,ছাত্রদল ও মহিল দল সহ সকল অঙ্গ সংগঠনের কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে।
পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আমান উল্লাহ আমান, সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, সাবেক যুগ্ন আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার,সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সুমন, সাবেক যুগ্ম আহবায়ক হাফেজ মোঃ আনোয়ার হোসেন,সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ উদ্দিন, সদস্য মোঃ শাহজাহান মজুমদার, মোঃ মাহবুব আলম, হাফেজ মোঃ বেলাল হোসাইন,কাজী ইকবাল হোসেন কাজল,মোঃ ইদ্রিস মিয়া,মোঃ আবদুল খালেক, মোঃ ইকবাল মজুমদার দুলাল,মোঃ আবদুল ওহাব মজুমদার,মহসিন মজুমদার, মোঃ মোস্তফা কামাল খোকন,মোঃ আবুল বাশার,মোঃ সামছুদ্দিন মনির মজুমদার, মোঃ মফিজুল ইসলাম, মোঃ ইয়াছিন মিয়া
বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী,ভূলইন উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওহাব,সাধারণ সম্পাদক মিন্টু, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উসমান গনি রিংকু, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান মজুমদার, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি খোকন, উপজেলা সদস্য ইদ্রিস মিয়া, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন,বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বিএনপির নেতা রিপন মাষ্টার, বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার মেম্বার, সাধারণ সম্পাদক মাহবুব ,বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ মিয়া, যুবদল নেতা মোঃ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মোজাম্মেল হক, এ্যাড মাকসুদুর রহমান মাকসুদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলেমান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ নোমান হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শাহজাহান মজুমদার, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ হাবিব প্রমুখ।
উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।