লালমাই উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমাই উপজেলা শাখার আয়োজনে দলীয় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬জুলাই (রবিবার) বিকাল ৪টায় বেলঘর দঃ ইউনিয়নের গৈয়ারভাঙ্গায় অবস্থিত রেডিসন গ্রিনভ্যালী রেষ্টুরেন্টে লালমাই উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ডাঃ মোঃ মইন উদ্দিন এর সভাপতিত্বে উপজেলার ৯টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আরিফ বিল্লার সঞ্চালনায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা এডভোকেট বিল্লাল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান মজুমদার,কুমিল্লা দঃ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম সহ ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।