লালমাই ডায়াবেটিক হসপিটাল এর শুভ উদ্বোধন
মোহাম্মদ আনোয়ার হোসেন
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)অনুমোদিত পদ্ধতিতে পরিচালিত লালমাই ডায়াবেটিস এসোসিয়েশন এর পরিচালনায় “লালমাই ডায়াবেটিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন ১২ আগষ্ট ২০২৩ ইং শনিবার ফিতা কেটে উদ্বোধন করা হয়।
লালমাই ডায়াবেটিক হসপিটাল উদ্বোধনের পূর্বে সকাল ১১টায় বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লালমাই ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবদুল মোতালেব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমাই ডায়াবেটিক হসপিটাল এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী,কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সভাপতি,কুমিল্লা ১০আসনের গনমানুষের প্রিয় নেতা আহম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি।
লালমাই ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন,মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব বাবু কল্যাণ মিত্র সিংহ রতন,লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,লালমাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহমুদা আকতার,উপজেলা সমাজসেবা অফিসার মোসাঃ হ্যাপি আকতার,লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ও কুমিল্লা সদর দঃ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু।
লালমাই ডায়াবেটিক হসপিটাল উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সামছুল হক মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃশাহ্ আলম মেম্বার,লালমাই ডায়াবেটিক এ্যাসোসিয়েশনের সহসভাপতি বীরমুক্তিযোদ্বা আবুল কাশেম,সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল,কোষাধ্যক্ষ ডাঃ মাইন উদ্দিন ফারুক,মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহমেদ জুয়েল,প্রকল্প পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
লালমাই ডায়াবেটিক হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সদস্য এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম এবং দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ডাঃ আমির হামজা।
Leave a Reply