রুহুল আমিনঃ
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১ টায় লালমাই থানা'র অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব এর সভাপতিত্বে পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ ও র্যালিতে অংশগ্রহন করেন পেরুল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জনাব এ জি এম সফিকুর রহমান লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এম এ রহমান (নেভী) লালমাই উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃরফিকুল ইসলাম ভেলু পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সফিকুল ইসলাম খোকন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান লালমাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ জনসাধারণ উপস্থিত ছিলেন সম্প্রীতি সমাবেশে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, কেউ গুজবে কান দিবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন। যে কোন অপ্রীতিকর তথ্য পেলে পুলিশ কে জানাবেন। পুলিশ সার্বক্ষনিক আপনাদের পাশে আছে এবং থাকবে।