মোঃআহসান উল্লাহ ( সৌদি আরব প্রতিনিধি)
গতকাল ৯/১০/২০২১ ইং শনিবার সৌদি আরবের হলিউডে জেদ্দা আল বালাদ হোটেলে মোঃজাকির হোসেনের সভাপতিত্বে মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর কমিটি গঠন এর লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর আওয়ামী শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,মোঃকাজী জহির।ও লালমাই উপজেলার সৌদি আরবের প্রবাসীদের উপস্থিতিতে লালমাই উপজেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর কমিটি গঠন করা হয়। সভাপতি মোঃজাকির হোসেন বাকই উত্তর ইউনিয়ন, সাধারন সম্পাদক মোঃকামাল হোসেন ভূলইন দঃ ইউনিয়ন, প্রধান পৃষ্ঠপোষক মোঃফরহাদ হোসেন,প্রধান উপদেষ্টা অধ্যাপক আলমগীর হোসেন অপু,উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মিজান শাহ্,মোঃমাকসুদুর রহমান,মোঃআবদুল্লাহ্ আল মামুন,মোঃসোলায়মান কবির খোকন,প্রধান সমন্বয়ক হাজী কামরুল হাসান শাহিন প্রস্তাবিত সভাপতি কুমিল্লা দঃজেলা আওয়ামী যুবলীগ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি মোঃ দিদার হোসেন বাকই উত্তর ইউনিয়ন, মোঃবিল্লাল হোসেন রিপন বাগমারা দক্ষিন ইউনিয়ন, মোঃ নজরুল ইসলাম মানিক বেলঘর দঃ ইউনিয়ন, মোঃ দ্বীন মোহাম্মদ বাগমারা দক্ষিন ইউনিয়ন, মোঃ সোলায়মান মেহেদী বাগমারা উঃ ইউনিয়ন।
যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহ্ আলম বাকই উত্তর ইউনিয়ন, মোঃআবদুস সালাম বেলঘর উত্তর ইউনিয়ন, গাজী কামাল হোসেন বাগমারা উত্তর ইউনিয়ন, মোঃ জসিম উদ্দিন বাকই উত্তর ইউনিয়ন, মোঃশফিউল বাশার শান্ত।
সাংগঠনিক সম্পাদক মোঃআরিফ হোসেন বাগমারা দক্ষিন ইউনিয়ন, মোঃআনোয়ার হোসেন ফরিদ ভূলউন উত্তর ইউনিয়ন, মোঃমাসুদ মিয়াজি বাকই উত্তর ইউনিয়ন, মোঃইউসুফ মিরাজ বেলঘর উত্তর ইউনিয়ন, মোঃআলাউদ্দিন আহমেদ বাগমারা দক্ষিন ইউনিয়ন, দপ্তর সম্পাদক মোঃ রিদয় খাঁন বাকই উত্তর ইউনিয়ন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মীর হোসেন বাগমারা দঃ ইউনিয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমান উল্লাহ্ আমান ভূল্ইন উত্তর ইউনিয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবদু সাত্তার ভূলইন দঃ ইউনিয়ন।
লালমাই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক মোঃ ফরহাদ হেসেন তার বক্তব্য বলেন লালমাই উপজেলার যেকোন ইউনিয়ন এর যদি কোনো অসহায় ও প্রবাসে চাকুরী জনিত কোনো সমস্যা থাকে তাহলে সভাপতি মোঃজাকির হোসেন ও সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেনের মাধ্যমে সমাধান করবো।