মোহাম্মদ আনোয়ার হোসেন (লালমাই)
১২ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ ঘটিকায় লালমাই উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও লালমাই প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আবদুল মালেক বিকম ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের উপদেষ্টা রাবেয়া বেগম ও কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব হানিফ মজুমদার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমাই প্রেসক্লাবের কার্যালয়ে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক বীমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রেস ক্লাবের উপদেষ্টা রাবেয়া বেগম। এসময় সংগঠন এর দিকনির্দেশনা মূলক কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার আলো নির্বাহী সম্পাদক মোহাম্মদ মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও রুপান্তর বাংলার সহ- সম্পাদক মোঃমোস্তফা কামাল মজুমদার, অর্থ সম্পাদক মোঃ বাহারুল আলম,দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক মোঃরুবেল, ক্রিড়া সম্পাদক মোঃযোবায়ের মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মতিউর রহমান নিজামী,নির্বাহী সদস্য অরুন পাল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাসেম,ও পেরুল উত্তর মহিলা আওয়ামী লীগ এর সহ- সভাপতি মোসাম্মদ নাজমা বেগম।