লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক মোতালেব হোসেনকে চিকিৎসাবাবদ আর্থিক সহায়তা প্রদান
লালমাই প্রতিনিধিঃ
লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠা কালীন সদস্য ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ মোতালেব হোসেনকে লালমাই প্রেস ক্লাবের উদ্যোগের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ডিসেম্বর মাসে মোটর সাইকেল এক্সিডেন্টে সাংবাদিক মোঃ মোতালেব হোসেন এর পায়ে গোড়ালী ভেঙ্গে যায় এবং মাংস পেশী উঠে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ দিন কুমিল্লা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে অপারেশন করে চিকিৎসাধীন ছিলেন।
৯ই জানুয়ারী সোমবার দুপুর ২ টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল সংলগ্ন সাংবাদিক মোঃ মোতালেব হোসেন এর বাসায় লালমাই প্রেস ক্লাবের পক্ষে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম এর সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তর এর সাংবাদিক মোঃ শরীফ বিন ওহাব।
উল্লেখ্য যে,গত ১ লা জানুয়ারি লালমাই প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে আগত বিশিষ্ট সমাজ সেবক, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন মির্জা সাহেব সাংবাদিক মোঃ মোতালেব হোসেন এর মারাত্মক এক্সিডেন্ট ও অপারেশনের কথা শোনে দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।