লালমাই প্রেস ক্লাবের নববর্ষ-১৪৩২ উপলক্ষে বৈশাখী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত
(নিজস্ব প্রতিবেদক)
সোমবার ১৪ এপ্রিল প্রহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে লালমাই প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
বৈশাখী আনন্দ ভ্রমণ বাগমারা বাজার থেকে কুমিল্লার একমাত্র লালমাই পাহাড়ের মজুমদার টি গার্ডেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস,শিক্ষা ও সংস্কৃতির হাজার বছর ধরে স্বমহিমায় কুমিল্লা ঐতিহ্যবাহী কোটবাড়ি শালবনবিহার ও বিশ্ব বিখ্যাত কুমিল্লা বার্ডে পরিদর্শন ও ফটোসেশান অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা বিখ্যাত ঐতিহ্যবাহী খাদি পাঞ্জাবি পড়ে লালমাই প্রেসক্লাবের সাংবাদিকগন বাঙালির চিরাচরিত ঐতিহ্য প্রহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
বৈশাখী আনন্দ ভ্রমণ শেষে লালমাই প্রেস ক্লাবের সম্মানিত সদস্যদের সম্মানে কুমিল্লা বার্ডে রাতের ডিনারপার্টির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
এসময় বৈশাখী আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকা সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাপ্তাহিক লাকসাম বার্তার সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকা সাংবাদিক মোঃ সামছুল আলম মনির, যুগ্ম অর্থ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর পত্রিকা সাংবাদিক মোঃ রবিন মজুমদার, যুগ্ম দপ্তর সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকা সাংবাদিক মোঃ ফজলে রাব্বি রায়হান, সদস্য ও দৈনিক কুমিল্লার কন্ঠ পত্রিকা সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু, সদস্য, একুশে টেলিভিশন ও দৈনিক খোলা কাগজ পত্রিকা সাংবাদিক মোঃ আজহার হোসেন রাকিব, সদস্য ও দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম রাজু,দৈনিক লালমাই এর উপদেষ্টা মোঃ খলিলুর রহমান প্রমুখ।