লালমাই প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদাতা:
১৩ই ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় লালমাই উপজেলা পরিষদ সংলগ্ন মিয়াজী মার্কেটের ৩য় তলায় প্রেস ক্লাবের কার্যালয়ে লালমাই প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান কাশেম এর সভাপতিত্ত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয় সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, যেযে টিভি ব্যবস্থাপনা পরিচালক এনএস কিবরিয়া,অর্থ সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টর তোফায়েল মাহমুদ বাহার, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক স্বাধীন ভোর পত্রিকা সাংবাদিক খান মোহাম্মদ রুবেল হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার সামছুল আলম মনির ,নির্বাহী সদস্য ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার শ্যামল চন্দ্র ববি,নির্বাহী সদস্য ও দৈনিক একাত্তর পত্রিকার মোঃ আবাদ মিয়া, সদস্য ও জাতীয় যুগ-যুগান্তর স্টাফ রিপোর্টর শাহাদাৎ হোসেন বাহার, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি রাজু আহমেদ মজুমদার প্রমুখ।
আলোচনা সভায় আগামী ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা, ১লা জানুয়ারী,২০২৫ খৃষ্টাব্দে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।