মোহাম্মদ আনোয়ার হোসেনঃ
কুমিল্লা লালমাই উপজেলার ৮নং বেলঘর দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামের মোঃ হায়াতুন নবী (৫৭) নিখোঁজ ঘটনার বিবরণে জানা যায়। হায়াতুন নবী ও মাফিয়া (৪২) বিবাহ বন্দনে আবদ্ধ হয় প্রায় (২৭) বছর তাদের রয়েছে ৩ টি সন্তান। হায়াতুন নবি চট্টগ্রাম একটি জুটমিলে চাকরি করে স্ত্রীর নামে টাকা-পয়সা পাঠাতো একপর্যায়ে রাজশা জৈনিক ব্যক্তির নিকট হইতে ১৩ ডিং জমি ক্রয় করে ১৪ লাখ টাকা দিয়ে সম্পত্তি হায়াতুন নবীর ভায়রা জমির মালিককে কৌশলে পুশলিয়ে স্ত্রীর নামে রেজিস্ট্রি করে নেয় এরপর থেকে তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত চট্টগ্রাম থেকে স্বামী জানতে পারে ১৩ ডিং জমি স্ত্রীর নামে তখন সামাজিক ভাবে গ্রাম বাসি বসে ৭ দিনের সময় দেয় স্বামীর ১৩ ডিং সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য স্ত্রী তানা করে তাহার ঘরের মালামাল টাকাপয়সা সরিয়ে তাহার ভাইয়ের বাসায় ঢাকা চলে যায় এরপর স্বামী হায়াতুন নবির নামে ওলটা টাকা পয়সা পাবে বলে মামলা করে এর পূর্বে স্বামী স্ত্রীর দুর্ব্যবহারের কারনে কুমিল্লা পিআর মামলা দায়ের করে ১১/০৮/২০২১ আদালতে মামলা করে স্ত্রী মাফিয়া তাহার বোন হাছিনা ও ভাই শহিদুল ইসলামে নামে পরবতিতে স্ত্রী ও একটি মামলা দায়ের করে ঢাকা (২০) নং
আদালতে মামলার নং ২৫৫/২০২১ যৌতুক বিরোধী আইন ২০১৮ এর ৩ ধারায় এক পযার্য়ের হায়াতুন নবি তাহার স্ত্রীকে ১৯৬১ ইংসনের মুসলিম পারিবারিক আইনের ৮ অর্ডিন্যান্স ৭ ধারা উপধারা মোতাবেক ৮/৬/২০ তালাক প্রদান করে। এরপর তাহার বাগীনা হাবিবুর রহমান ও তাহার ভাই মোহাম্মদ হোসেন এর মতে স্ত্রী কথিত গ্রাম বাসীর সহযগীতা আবারো আসার জন্য চাপ প্রয়োগ করে হায়াতু নবী কোন অবস্থায় তালাক প্রাপ্ত স্ত্রী গ্রহণ করতে নারাজ এই নিয়ে দন্দ্বের কারণে ভাগিনা হাবিব ও ভাই মোহাম্মদ মনে করেন স্ত্রী কারনে হায়াতুন নবি নিখোঁজ হতে পারে
Leave a Reply