গ্রুপপর্ব থেকে সুপার এইটে উঠে লক্ষ্যপূরণ হয়েছে আগেই। এখন যা কিছু মিলবে, সবই ‘বোনাস’। অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেই কথাটা বলেছেন।
অর্থাৎ সুপার এইটে বাংলাদেশ যদি তিনটি ম্যাচেই হারে, তবু লক্ষ্যপূরণের জন্য লেটার মার্কস পাবে। পরিসংখ্যানই বলছে, ম্যাচ জয়ের সংখ্যা বিচারে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপেই সবচেয়ে ভালো খেলেছে বাংলাদেশ। সুপার এইটে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে বড়জোর মন খারাপ হতে পারে, কিন্তু সুপার এইটে সবে তো একটি ম্যাচ গেল। সামনে এখনো ভারত ও আফগানিস্তান। এক হারেই ‘বোনাস’ পাওয়ার সুযোগ তো আর মিলিয়ে যায়নি।
হাথুরুসিংহের বোনাসের কথা বলার পেছনে যুক্তিও আছে। সুপার এইটে কঠিন তিন প্রতিপক্ষের বিপক্ষে সম্ভবত খেলোয়াড়দের ফুরফুরে মেজাজে রাখতে চেয়েছেন। অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনেই খেলোয়াড়দের স্বাধীনতা নিয়ে খেলার কথা বলেছিলেন। পাশাপাশি এটাও বলেছিলেন, দলে খেলোয়াড়দের আলাদা ভূমিকা আছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলোয়াড়েরা স্বাধীনতা নিয়ে সর্বান্তঃকরণে সেসব ভূমিকা পালনের চেষ্টা করেছেন। জেতার উদগ্র বাসনার ব্যাপারটি অন্য হিসাবে পড়ে। মানে বোনাস। আর বোনাস ব্যাপারটাই এমন যে পেলে ভালো, না পেলেও ক্ষতি নেই। যেহেতু ক্ষতি নেই, তাই ফুরফুরে মেজাজে কিছু কথা বলে ফেলা উত্তম।