1. dainiklalmai@gmail.com : XC7ZGKLiZP :
  2. notonpakhi7@gmail.com : Md anwar : Md anwar
September 19, 2024, 11:02 pm
সর্বশেষ খবর
লালমাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন লালমাইয়ে ৯শ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ লালমাইয়ে ৯শ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ লিটন–নাজমুলদের ব্যাটিংয়ের এই হাল বাগমারা মডেল একাডেমী’র সনদ বিতরণ ও শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সৌদি আরবের রিয়াদে বাংলাদেশী খাবারের হোটেল উদ্বোধন লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন লালমাই উপজেলা আইন – শৃঙ্খলা ও উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত লালমাইয়ে সর্বজনীন পেনশন স্কীমের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সরকারী সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন লালমাইয়ের এম.সাজ্জাদ এফসিএ-দৈনিক লালমাই

  • Update Time : Saturday, May 7, 2022
  • 361 Time View

সরকারী সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন লালমাইয়ের এম.সাজ্জাদ এফসিএ 


আনোয়ার হোসেন(লালমাই)কুমিল্লা।

সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের ১২ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে আগামী ১২ মে ২০২২ইং ১০ দিনের (ভ্রমন সময় বাদে) সরকারী সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন কুমিল্লা জেলার  লালমাই উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব,দেশসেরা চাটার্ড একাউনট্যান্ট  ও কর্পোরেট আইনজীবি মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ, সিপিএ।তিনি অডিট প্রতিষ্ঠান সাজ্জাদ এন্ড কোং চাটার্ড একাউনট্যান্টস এর সিইও ও ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র পরামর্শক হিসেবে কাজ করছেন।আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে দেশে ইন্টার অপেরেটেবল ডিজিটাল ট্রানজেকশন সল্যুশন (আইডিটিপি) বাস্তবায়নের জন্য কাজ করছে,এই সিস্টেমস-এর প্রথম ধাপের কাজ শেষ পর্যায়ে আছে,মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ গুরুত্বপূর্ণ সল্যুশনটির নাম দিয়েছেন “বিনিময়”,শীঘ্রই  বিনিময়-এর উদ্ভোধনের তারিখ নির্ধারণের জন্য সরকারের নিকট উপস্হাপন করা হবে।বিনিময়-এর মাধ্যমে দেশের সকল ব্যাংক,মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস,মার্চেন্টস,জনগন সংযুক্ত হয়ে ইন্টার অপেরেবল ডিজিটাল লেনদেনের করতে পারবে,প্রতিষ্ঠিত হবে ক্যাশলেস সোসাইটি অর্থাৎ কাগুজে টাকার ব্যবহার তেমনটা থাকবে না,এতে করে অবৈধ অর্থের লেনদেন,ঘুষ,অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন রোধ হবে,যেকোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের তথ্য পাওয়া যাবে মূহুর্তেই, সহজ হবে অডিট ও তদন্ত প্রক্রিয়া।এই লেনদেন ব্যবস্হাটির অধিকতর প্রযুক্তিগত আধুনিকায়ন ও আরো বেশী ব্যবহারবান্ধব করার জন্য এই দলটি যুক্তরাষ্ট্রে অবস্হিত মাইক্রোসফট,গুগল,ফেসবুক সহ বিশ্বখ্যাত কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে সভা করবেন। আইসিটি বিভাগ হতে গত ২ মার্চ ২০২২ তারিখে এই ভ্রমন সংক্রান্ত একটি আদেশ জারী হয়।এই সফরে অন্যান্যদের সঙ্গে থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ মনির হোসেইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক সহ অন্যান্যরা।

খবরটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বত্ব © ২০২২ দৈনিক লালমাই সম্পাদক ও প্রকাশক: মোস্তফা কামাল মজুমদার
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ লাকসাম আই.টি: 01712-808501